ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা একটি প্রতীকী ফাঁসির আয়োজন করেছে, যেখানে বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তাদের ছবিকে প্রতীকীভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে।
এই প্রতিবাদ কর্মসূচিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জিএম কাদেরসহ অন্যান্য নেতাদের ছবি প্রদর্শন করে তাদের ফাঁসির দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এই কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে এবং তাদের বিচার করা প্রয়োজন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যাতে এসব নেতাদের দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়।
এই ধরনের প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক উত্তেজনা ও বিভাজনকে আরও গভীর করতে পারে। তবে এটি একটি উদাহরণ যেখানে জনতার অংশ একটি প্রতীকী প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে নিজেদের মতামত প্রকাশ করছে।