ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি

জাপার ইফতার মাহফিলে হামলা, সাংবাদিক সাকিবসহ আহত ২০

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:১৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:১৭:৪৫ অপরাহ্ন
জাপার ইফতার মাহফিলে হামলা, সাংবাদিক সাকিবসহ আহত ২০
জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। হামলায় পার্টির ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, টেলিভিশন সাংবাদিক হাসান আল  সাকিব এবং পার্টির চেয়ারম্যানের দেহরক্ষী মিলনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত সাংবাদিক হাসান আল সাকিবকে তার সহকর্মীরা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এছাড়াও এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোবাইল ভেঙ্গে ফেলেছে হামলাকারীরা। 

বুধবার (১৯ মার্চ) ইব্রাহীমপুরে "দ্যা বুফে প্যালেস"-এ অনুষ্ঠিত ইফতার মাহফিলে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয়া আহত সাংবাদিক হাসান আল সাকিব বলেন, "জাপা চেয়ারম্যান জিএম কাদেরের অনুষ্ঠানে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই কিছু দুষ্কৃতকারী সাংবাদিকদের হামলা করে। আমার মাইক্রোফোন,ডিভাইস, মোবাইল সব কেড়ে নিয়ে মাথায় স্টিক জাতীয় কিছু দিয়ে আঘাত করেছে। কিছু  বুঝার আগে মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে।"

সাংবাদিক শরিফুল ইসলাম বলেন,"ঘটনার সময় আমি লাইভে ছিলাম। কিছু বুঝে উঠার আগেই দুইজন  ছেলে আমার ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে ও আমার সহকর্মীকে মারধর করে।"

এদিকে হামলার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বিকেলে কচুক্ষেত সংলগ্ন দ্যা বুফে প্যালেসে এই ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা ঘটেছে।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ২০-২৫ জন ইফতার মাহফিলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এসময় জাতীয় পার্টি নেতাকর্মী ও স্থানীয় রোজাদারদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা হল থেকে বের হয়ে যায়। এর প্রায় ১০ মিনিট পরে সন্ত্রাসী গ্রুপটি শতাধিক সন্ত্রাসীদের নিয়ে ক্রিকেট ব্যাট, হকিস্টিক, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে জাতীয় পার্টি নেতাকর্মী, স্থানীয় রোজাদার, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

হামলাকারীরা সাংবাদিকদের মোটরসাইকেলসহ কমপক্ষে ২০টি মোটর সাইকেল ভাঙচুর করে। এসময় জাতীয় পার্টির পক্ষ থেকে পুলিশের সহায়তা চাওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনী সদস্যরা এসে সন্ত্রাসীদের ওপরে ব্যাপক লাঠিচার্জ চালিয়ে হটিয়ে দেয়। পরে সেনাবাহিনীর দেওয়া নিরাপত্তায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ৮ মার্চ পল্লবী থানার ২ নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির আরেকটি ইফতার মাহফিলে হামলা হয়েছিল, যা পরে ভন্ডুল হয়ে যায়। হামলাকারীরা বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত