সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।
বুধবার (১৯ মার্চ) লন্ডনে ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এম এ মালেক বলেন, "আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করার জন্য অনুরোধ করি এবং তিনি সম্মতি দিয়েছেন।"
কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশে ফিরতে পারেন। ১৫ এপ্রিলের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।"
এছাড়া, তিনি বলেন, "চিকিৎসকরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন, তবে ফ্লাইটের বিষয়ে কিছুটা বিলম্ব হতে পারে, দুই-একদিন এদিক-সেদিক হতে পারে।"
তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনেরও প্রশংসা করেন।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির দুটি মামলায় আদালত তার রায় বাতিল করে। ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখান থেকে তাকে সরাসরি লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করছেন, যেখানে বর্তমানে তিনি আছেন।