বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংশোধনী ২০২৫ পাস হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাস হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংশোধিত আইনে বলাৎকারের নতুন সংজ্ঞা সংযোজন করা হয়েছে। এছাড়া, ডিএনএ টেস্ট দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতনের মামলার আওতায় নতুন সংশোধনী সংযুক্ত হবে, তবে এটি আলাদা সেকশনে রাখা হবে।
এদিকে, বৈঠকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।