রাজধানীর বংশাল এলাকা থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ চিহ্নিত মাদক কারবারি মিলন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় বংশাল থানাধীন ফুলবাড়িয়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।
বংশাল থানা সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া স্টার বেকারির সামনে তল্লাশির সময় মিলনের কাছ থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে মহাখালী এলাকার মাদক কারবারি মো. ইব্রাহিম ওরফে পলাশ এবং মো. সোহেলের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে মাদারীপুরে বেশি দামে বিক্রি করতো।
এ ঘটনায় তার বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Mytv Online