ঢাকা , বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬ , ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজা কখন, কে পড়াবেন? পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা আসছেন রুমিন ফারহানাকে বহিষ্কার করলো বিএনপি খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকামুখী বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে খালেদা জিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো জাতি কান্নার রোল নয়াপল্টনে, চলছে কোরআন খতম হিরো আলম যোগ দেওয়ায় দল থেকে বেরিয়ে গেলেন সাধনা রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত: মমতা ব্যানার্জি মায়ের মৃ’ত্যু’তে ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোষ্ট প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান যদি রাস্তায় কাগজ বা ময়লা পড়ে থাকে আমরা সরিয়ে দেবো: তারেক রহমান কারাবন্দি বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ শাহবাগে যানচলাচল বন্ধ, ডাইভারশনে ধীরগতিতে চলছে গাড়ি ঢাকা-৮ আসনে এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের আবু হানিফ ঢাকা-১৫ আসনে মনোনয়ন জমা দিলেন জামায়াত আমির

ফেনীতে ভুল চিকিৎসায় শিশুর দেহ পুড়ে যাওয়ার অভিযোগে মামলা

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৬:৩১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৬:৩১:০১ অপরাহ্ন
ফেনীতে ভুল চিকিৎসায় শিশুর দেহ পুড়ে যাওয়ার অভিযোগে মামলা
ফেনীতে ভুল চিকিৎসায় আরাফাত ইসলামের (১১) নামে এক শিশুর দেহ পুড়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার। চোখের চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসায় দেয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম চৌধুরী নামে ওই চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ফেনী সদর আমলি আদালতে ভুক্তভোগী শিশু আরাফাত ইসলামের মা বকুল চৌধুরী (৩৮) মামলাটি দায়ের করেন।


আদালতের বিচারক অপরাজিতা দাস অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে ফেনীর সিভিল সার্জনকে ঘটনা তদন্তের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি বকুল চৌধুরী তার ছেলে আরাফাতের চোখ দিয়ে পানি পড়া সংক্রান্ত অসুস্থতা নিয়ে ফেনী রেল গেইট এলাকায় একমাত্র আসামি চক্ষু চিকিৎসক জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত চেম্বার ফেনী আই সেন্টারে যান। এ সময় পরীক্ষা-নিরীক্ষা শেষে ডা. জাহাঙ্গীর Tab. Tegretol সহ ৪টি ঔষধের নাম লিখে একটি চিকিৎসাপত্র প্রদান করেন। বাদী প্রদত্ত ঔষধসমূহ ভিকটিমকে নিয়ম মাফিক সেবন করাতে থাকেন। ৬-৭ দিন পর ভিকটিমের গায়ের রঙ ধীরে ধীরে বিবর্ণ হওয়াসহ সমস্ত শরীর ফুলে গিয়ে ব্যথা ও জ্বর আসে। এক পর্যায়ে আরাফাতের মা তাকে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের পরামর্শ মতে ফেনী শহরে একটি বেসরকারি ক্লিনিকে শিশু বিশেষজ্ঞ ডা. প্রশান্ত কুমার শীলের কাছে ভিকটিমকে নিয়ে যায়। ডা. প্রশান্ত কুমার ভিকটিমকে দেখে ও চোখের আসামির চিকিৎসাপত্র ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে ভিকটিমের খারাপ পরিস্থিতির জন্য ঔষধের বিক্রিয়াকে দায়ী করেন। তিনি জানিয়েছেন, আসামির দেয়া চিকিৎসাপত্রের ১ নম্বর ক্রমিকে বর্ণিত ‘‘Tab. Tegretol'' নামীয় ঔষধটি সেবনের ফলে শরীরে ভয়াবহ বিক্রিয়া তৈরি হয়। যার ফলে ভিকটিম মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং নানা ধরনের উপসর্গ দেখা দেয়। ডা. প্রশান্ত কুমার শীল উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ভিকটিমকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরামর্শ মতে ১৪ ফেব্রুয়ারি আরাফাতকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ভিকটিমের শারীরিক অবস্থা বিবেচনা করে ভর্তির পর চিকিৎসা শুরু করে। গত ২৪ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ভিকটিমের ছাড়পত্রে উল্লেখ করেন ‘After taking Tab Tegreto।’ যা আসামির অবহেলাজনিত ভুল চিকিৎসার কারণেই ভিকটিমের এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। যা দণ্ডনীয় অপরাধ।


এদিকে ছেলের ভুল চিকিৎসায় শারীরিক পরিবর্তন এবং গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে বকুল চৌধুরী চক্ষু চিকিৎসক জাহাঙ্গীরকে বেশ কয়েকবার মোবাইলে কল করে জানান। এতে আসামি উল্টো তার সঙ্গে অশোভন আচরণ করে এবং বেশি বাড়াবাড়ি করিলে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায়।
 
ঢাকা মেডিকেলের চিকিৎসকের পরামর্শ ক্রমে প্রতি ৭ দিন পর পর ভিকটিমকে ঢাকা মেডিকেলে নিয়ে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। এরইমধ্যে বাদী বিধবা বকুল চৌধুরী মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন। এখন পর্যন্ত ভিকটিমের জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

মামলার আইনজীবী হুমায়ন কবির বাদল বলেন, ‘সমাজ সচেতনতার জন‍্য মামলাটি একটি ফলক হবে। ন্যায় বিচার পেলে জীবন নিয়ে চিকিৎসকদের অবহেলা নিয়ন্ত্রণ হবে।’

কমেন্ট বক্স