নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় দেশি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুটি গার্মেন্টস প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টসকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দলও উপস্থিত ছিল।
সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, প্রতিষ্ঠান দুটি দেশীয় তৈরি পোশাকে ভারতীয় ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল। ক্রয় রশিদ দেখতে চাওয়া হলে দোকান মালিকেরা তা দেখাতে ব্যর্থ হন। পরে কারচুপির কথা স্বীকার করেন তারা।
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়।