রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সরকারি অনুদানের খাদ্যসামগ্রির কার্ড বিতরণে অনিয়ম ও তথ্যসেবা কেন্দ্রে চাঁদাবাজির প্রতিবাদে জামায়াতের মানববন্ধনে এ হামলা হয়।
হামলায় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, সরকারি সুযোগ-সুবিধার বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়েছে। তবুও তারা মানববন্ধন করে। নিষেধ করা হলেও তারা শোনেনি, যার ফলে জনগণ মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তবে হামলার ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করা যায়নি।
বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।