ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতের মধ্যে নারী ও শিশুসহ চার শতাধিক নিরীহ মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলের এই হামলাকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে অভিহিত করেছেন তিনি।
বুধবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যা প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনো মূল্য রাখে না।"
তিনি আরও বলেন, "যত বেশি অপরাধমূলক কাজ করবে, তত বেশি তারা নিজেদের কাপুরুষ হিসেবে প্রকাশ করবে।"
ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রশংসা করে কংগ্রেস নেত্রী আরও বলেন, "তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবে তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।"
প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, "তারা স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ রয়েছে। তবে যাদের বিবেক আছে, তারা এই নিষ্ঠুরতা দেখতে পাচ্ছেন।"
প্রসঙ্গত, গাজায় চলমান ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল থেকে এ নিয়ে সমালোচনা হলেও ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছে।
Mytv Online