ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক কিছুদিন দেরি করে হলেও সুষ্ঠু নির্বাচন আমাদের প্রায়োরিটি: আসিফ মাহমুদ বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে ৩২ লাখ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল! ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক, মাদরাসায় আগুন ভাইরাল শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো মঈনুল রোডের সেই বাড়িটিই খালেদা জিয়ার শেষ স্থায়ী ঠিকানা আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে

ম্যাচ জেতানো গোল করে রোনালদোর সামনেই 'সিউ' উদযাপন হজলান্ডের

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১০:২৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১০:২৭:২৪ পূর্বাহ্ন
ম্যাচ জেতানো গোল করে রোনালদোর সামনেই 'সিউ' উদযাপন হজলান্ডের
ক্রিশ্চিয়ানো রোনালদো হাসবেন নাকি কাঁদবেন? যে গোলে হেরে গেলো তার দল পর্তুগাল, সে গোলটি করে রোনালদোর সামনেই তার ট্রেডমার্ক 'সিউ' উদযাপন করলেন ডেনমার্ক তারকা রাসমুস হজলান্ড।

ডেনমার্কের স্ট্রাইকার হজলান্ড বেঞ্চ থেকে নেমে নায়ক বনে গেলেন। তার গোলেই বৃহস্পতিবার পার্কেন স্টেডিয়ামে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।




ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে গোলের জন্য সংগ্রাম করা হজলান্ড ম্যাচের ৭৮তম মিনিটে জালের দেখা পান। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেই তার বিখ্যাত 'সিউ' উদযাপন করেন।

ম্যাচ শেষে হজলান্ড বলেন, 'এটি অসাধারণ ছিল, অনেক দিক থেকে এটি একটি দুর্দান্ত দিন। আমি আমার আদর্শ রোনালদোর বিপক্ষে খেলেছি, গোল করেছি এবং ম্যাচের জয়সূচক গোলদাতা হয়েছি। এর চেয়ে ভালো কিছু হতে পারতো না।'





প্রথমার্ধে পর্তুগালের রক্ষণে চাপ তৈরি করে ডেনমার্ক। মাত্র তৃতীয় মিনিটেই আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্নের শুরু পেতে পারতেন ডেনমার্কের ফরোয়ার্ড মিকা বিয়েরেথ। তবে কস্তা শেষ মুহূর্তে বল কর্নারের জন্য পাঠিয়ে গোল বাঁচান।

পর্তুগাল প্রথম ভালো সুযোগ তৈরি করে অষ্টম মিনিটে। পেদ্রো নেতো দূরপাল্লার শট নেন, কিন্তু ক্যাসপার শ্মাইখেল শক্ত হাতে বল ঠেকিয়ে দেন।

এরিকসেন পুরো ম্যাচ জুড়েই আক্রমণের মূল চালিকা শক্তি ছিলেন। ২৩তম মিনিটে তার বাঁ পায়ের শট রেনাতো ভেইগার হাতে লাগলে ডেনমার্ক পেনাল্টি পায়। তবে ৩৩ বছর বয়সী তারকা গোল করতে ব্যর্থ হন, ডানদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক সেভ করেন কস্তা।


৩৬তম মিনিটে কস্তা আবারও ডেনমার্ককে হতাশ করেন, যখন তিনি বিয়েরেথের গোলের সুযোগ দুর্দান্তভাবে রুখে দেন।

দারুণ ফর্মে থাকা কস্তা বেশ কিছু সেভ করলেও ডেনমার্কের একমাত্র গোল ঠেকাতে পারেননি। এরিকসেন পেনাল্টি বক্সের ডানে থাকা আন্দ্রেয়াস স্কভ ওলসেনকে বল বাড়ান, যিনি হজলান্ডের জন্য বল সেটআপ করেন, ডান পায়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ২২ বছর বয়সী ম্যানইউ তারকা।

গোলের পর ডেনমার্ক রক্ষণাত্মক হয়ে পড়ে এবং পর্তুগালকে আক্রমণ করার সুযোগ দেয়, তবে রোনালদোর দল আর সমতা ফেরাতে পারেনি।


ফলে ডেনমার্ক ১-০ গোলের লিড নিয়ে রোববার লিসবনে দ্বিতীয় লেগ খেলতে যাবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ইতালি বা জার্মানির মুখোমুখি হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল

দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল