ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

ম্যাচ জেতানো গোল করে রোনালদোর সামনেই 'সিউ' উদযাপন হজলান্ডের

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১০:২৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১০:২৭:২৪ পূর্বাহ্ন
ম্যাচ জেতানো গোল করে রোনালদোর সামনেই 'সিউ' উদযাপন হজলান্ডের
ক্রিশ্চিয়ানো রোনালদো হাসবেন নাকি কাঁদবেন? যে গোলে হেরে গেলো তার দল পর্তুগাল, সে গোলটি করে রোনালদোর সামনেই তার ট্রেডমার্ক 'সিউ' উদযাপন করলেন ডেনমার্ক তারকা রাসমুস হজলান্ড।

ডেনমার্কের স্ট্রাইকার হজলান্ড বেঞ্চ থেকে নেমে নায়ক বনে গেলেন। তার গোলেই বৃহস্পতিবার পার্কেন স্টেডিয়ামে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।




ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে গোলের জন্য সংগ্রাম করা হজলান্ড ম্যাচের ৭৮তম মিনিটে জালের দেখা পান। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেই তার বিখ্যাত 'সিউ' উদযাপন করেন।

ম্যাচ শেষে হজলান্ড বলেন, 'এটি অসাধারণ ছিল, অনেক দিক থেকে এটি একটি দুর্দান্ত দিন। আমি আমার আদর্শ রোনালদোর বিপক্ষে খেলেছি, গোল করেছি এবং ম্যাচের জয়সূচক গোলদাতা হয়েছি। এর চেয়ে ভালো কিছু হতে পারতো না।'





প্রথমার্ধে পর্তুগালের রক্ষণে চাপ তৈরি করে ডেনমার্ক। মাত্র তৃতীয় মিনিটেই আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্নের শুরু পেতে পারতেন ডেনমার্কের ফরোয়ার্ড মিকা বিয়েরেথ। তবে কস্তা শেষ মুহূর্তে বল কর্নারের জন্য পাঠিয়ে গোল বাঁচান।

পর্তুগাল প্রথম ভালো সুযোগ তৈরি করে অষ্টম মিনিটে। পেদ্রো নেতো দূরপাল্লার শট নেন, কিন্তু ক্যাসপার শ্মাইখেল শক্ত হাতে বল ঠেকিয়ে দেন।

এরিকসেন পুরো ম্যাচ জুড়েই আক্রমণের মূল চালিকা শক্তি ছিলেন। ২৩তম মিনিটে তার বাঁ পায়ের শট রেনাতো ভেইগার হাতে লাগলে ডেনমার্ক পেনাল্টি পায়। তবে ৩৩ বছর বয়সী তারকা গোল করতে ব্যর্থ হন, ডানদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক সেভ করেন কস্তা।


৩৬তম মিনিটে কস্তা আবারও ডেনমার্ককে হতাশ করেন, যখন তিনি বিয়েরেথের গোলের সুযোগ দুর্দান্তভাবে রুখে দেন।

দারুণ ফর্মে থাকা কস্তা বেশ কিছু সেভ করলেও ডেনমার্কের একমাত্র গোল ঠেকাতে পারেননি। এরিকসেন পেনাল্টি বক্সের ডানে থাকা আন্দ্রেয়াস স্কভ ওলসেনকে বল বাড়ান, যিনি হজলান্ডের জন্য বল সেটআপ করেন, ডান পায়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ২২ বছর বয়সী ম্যানইউ তারকা।

গোলের পর ডেনমার্ক রক্ষণাত্মক হয়ে পড়ে এবং পর্তুগালকে আক্রমণ করার সুযোগ দেয়, তবে রোনালদোর দল আর সমতা ফেরাতে পারেনি।


ফলে ডেনমার্ক ১-০ গোলের লিড নিয়ে রোববার লিসবনে দ্বিতীয় লেগ খেলতে যাবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ইতালি বা জার্মানির মুখোমুখি হবে।

কমেন্ট বক্স