ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ছাদবিহীন বিমান (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে, যার ফলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়া এই তথ্য জানিয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, একটি জাইরোপ্লেন সোমবার আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছাকাছি সিস্তান ও বেলুচেস্তানের সিরকানের এলাকায় বিধ্বস্ত হয়। ওই বিমানে সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং পাইলট হামেদ জান্দাঘি ছিলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, দুই আইআরজিসি সদস্য দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করার সময় শহীদ হন।
এই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং মাদক কারবারিদের সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ প্রায়ই ঘটে থাকে।