বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, ওয়ান ইলেভেনের কুশিলবরা আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য হলো দেশের গণতন্ত্রকে বিতর্কিত করা এবং ভোটহীন নির্বাচন চাপিয়ে দেওয়া।
শুক্রবার (২১ মার্চ) নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, “যারা ওয়ান ইলেভেন এনেছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু যারা সেই ষড়যন্ত্রে সাহায্য করেছিল, তারা এখনো বাংলাদেশে সক্রিয়। তারা চায় দেশে ভোট না হোক, গণতন্ত্র বিপন্ন হোক, স্বাধীনতা বিনষ্ট হোক। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
তিনি আরও বলেন, "ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে ভোটচোর, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এখন সেই গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।"
নাটোর উপশহর মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে এবং দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে।