পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে স্টারলিংককে এনওসি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল সংযোগ বিস্তারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টারলিংক ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে ব্যবসার জন্য আবেদন করেছিল। এনওসি পাওয়ার পর এখন কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। তবে পাকিস্তানে ব্যবসা শুরু করতে স্টারলিংকের আরও প্রায় এক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণ ও অন্যান্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
স্টারলিংক পাকিস্তানে তিন ধরনের ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে— আবাসিক, বাণিজ্যিক ও মোবাইল।
- আবাসিক সংযোগ: এককালীন ১ লাখ ১০ হাজার রুপি এবং মাসিক ৩৫ হাজার রুপি।
- বাণিজ্যিক সংযোগ: এককালীন ২ লাখ ২০ হাজার রুপি এবং মাসিক ৯৫ হাজার রুপি।
- মোবাইল সংযোগ: এককালীন ১ লাখ ২০ হাজার রুপি এবং মাসিক ৫০ হাজার রুপি।
এদিকে, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস স্টারলিংককে দেশে ব্যবসার জন্য আমন্ত্রণ জানান এবং ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথাও বলেন।
সূত্র: সামা নিউজ