পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা দানিশ তৈমুর সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে বলেন, "আমার চারটি বিয়ের অনুমতি রয়েছে। কিন্তু আমি তা করছি না; সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন।"
সাক্ষাৎকারের সময় দানিশের পাশে ছিলেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খান। তার স্বামীর কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়েন আয়েজা। কিন্তু এই বিষয়টিই নেটিজেনদের মাঝে বিতর্কের ঝড় তোলে। সামাজিক মাধ্যমে উঠেছে নানা সমালোচনা, আয়েজার এমন প্রতিক্রিয়াকে 'বহুবিবাহকে সমর্থন' হিসেবে ব্যাখ্যা করছেন অনেকে।
এবার এই বিতর্কে জড়ালেন পাকিস্তানি সুপারস্টার মাহিরা খানও।
দানিশের মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন মিম ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি মিমে আয়েজার ছবি দিয়ে লেখা হয়, "তুমি যখন এভাবে (আকর্ষণীয়ভাবে) সাজবে, তখন তোমার মতো আরও তিনজনকে তোমার স্বামী চাইবে!"
এই মিমে প্রতিক্রিয়া জানান মাহিরা খান। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের নানা চর্চার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, মাহিরা দানিশের মন্তব্যকে ভালোভাবে নেননি এবং পরোক্ষভাবে তার বিরোধিতা করেছেন।
এর আগে স্ত্রী আয়েজা খানকে নিয়ে দানিশ তৈমুর বলেছিলেন, "আমি এখনও আয়েজাকেই ভালোবাসি ও সম্মান করি। তাই বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চাই।"
তবে সাম্প্রতিক বিতর্ক নিয়ে দানিশ, আয়েজা কিংবা মাহিরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।