ঢাকার উত্তরায় অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২২ মার্চ) সকালে তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাহিনীর দুটি ইউনিটের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
উপদেষ্টা বাহিনী দুটি যাতে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সে জন্য অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন, যেন এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া, তিনি বাহিনীর সদস্যদের জনসেবা ও পেশাদারিত্বের মানসিকতা নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।