মশার উপদ্রব চরম আকার ধারণ করায় এবার ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন খুলনার নাগরিক সমাজ। শনিবার (২২ মার্চ) খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে রাস্তার মাঝে মশারি, কয়েল, ধূপ, র্যাকেট হাতে বিক্ষোভ করে সংগঠনটি।স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।
অংশগ্রহণকারীদের অভিযোগ, খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশা নিধন কার্যক্রম অপ্রতুল, নিয়মিত লার্ভিসাইড স্প্রে করা হয় না। জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন ড্রেনের কারণে মশা বংশবিস্তার করছে।
এসময় বক্তারা বলেন, খুলনা মহানগরীর মশা নিধনে খুলনা সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু রাতেই নয়, দিনেও সব সময় মশার উপদ্রবে শিক্ষার্থীদের লেখাপড়াসহ স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। অতিদ্রুত সমস্যার সমাধান না হলে নগর ভবন ঘেরাও এর হুমকি দেন নাগরিক নেতারা।
নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, প্রতিবাদ কর্মসূচি সিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের এই প্রতিবাদে যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হয়, তবে নগরবাসী উপকৃত হবে।
ব্যবস্থা নেয়া না হলে প্রয়োজনে নগর ভবন ঘেরাও করা হবে বলেও জানান তিনি।