মাছ ধরতে গিয়ে ট্রলার বিকল হয়ে সাগরে ৬ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেসহ ট্রলারটি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
১৬ মার্চ চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরতে গিয়ে "এম ভি মালেক শাহ" ট্রলারটি সাগরে গিয়ে ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে থাকতে থাকে।
শুক্রবার রাতে, কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি আসার পর, ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে এবং জেলেরা কোস্টগার্ডের সহায়তা প্রার্থনা করে। এরপর কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তানভীর অভিযান পরিচালনা করে এবং মধ্যরাতে ৮ জন জেলেসহ ট্রলারটি উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর, উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ট্রলারসহ হস্তান্তর করা হয়। এই সাহসী উদ্ধার অভিযানটি কোস্টগার্ডের দক্ষতা ও মানবিকতাকে তুলে ধরে।