ইসরায়েলি বাহিনী গাজার একমাত্র বিশেষায়িত ক্যানসার হাসপাতাল এবং তার সংলগ্ন মেডিকেল স্কুল উড়িয়ে দিয়েছে।
এই হামলা শুক্রবার (২১ মার্চ) গাজার মধ্যাঞ্চলে তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালটিতে করা হয়, যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালটি আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসা সেবা কেন্দ্র এবং হাসপাতালের উপর হামলা নিষিদ্ধ, তবে ইসরায়েল এ হামলা চালিয়েছে। হামলার পর পোস্ট করা ফুটেজে দেখা যায়, ভবনটি ধ্বংস হওয়ার ফলে বিশাল আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়ছে।
এদিকে, ইসরায়েল থেকে লেবানন সীমান্তের দিকে রকেট হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে, তবে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি রকেট লেবাননের ভূখণ্ডে পড়েছে এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত এসব সংঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও কোনো মন্তব্য করেনি। ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় চলতে থাকা আক্রমণের ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে নারী, পুরুষ ও শিশু সবাই রয়েছে।