পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। এক ছেলে তার বাবাকে তুচ্ছ কারণে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার সকালে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৫০), তিনি স্থানীয় তায়জল শেখের ছেলে। অভিযুক্ত ছেলে মানিক (২৫), মালেকের সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আব্দুল মালেক মাঠে যাওয়ার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মানিক হাতে থাকা কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা মানিককে আটকে রাখলেও, পরে তিনি কৌশলে পালিয়ে যান। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, "বাবা-ছেলের মধ্যে কথার ঝগড়ার পরই এই হত্যাকাণ্ড ঘটেছে"। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।