যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ বেশ কয়েকজন ব্যক্তির নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার রাতে তিনি কেন্দ্রীয় সংস্থাগুলিকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান। এর আগে, ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্রও প্রত্যাহার করেছিলেন।
ট্রাম্প তার সিদ্ধান্তে বলেন, এসব ব্যক্তির গোপনীয় তথ্যে প্রবেশাধিকার আর জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়। তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের নামও রয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট যে, তিনি বিরোধীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পিছপা হচ্ছেন না, বিশেষ করে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে বর্তমান রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে। সাবেক প্রেসিডেন্টদের সাধারণত কিছু সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য দেওয়া হয়, যার কারণে তাদের নিরাপত্তা ছাড়পত্র প্রদান করা হয়, যা একটি পুরানো রীতি।
নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের তালিকায় সাবেক রিপাবলিকান নেতা লিজ চেনি, বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভ্যান, রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল, সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা অ্যাডাম কিনজিনগার, এবং আইনজীবী মার্ক জাইদের নামও অন্তর্ভুক্ত রয়েছে।