নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে বলেছেন, আওয়ামী লীগ নিজেদের রাজনীতিতে ফেরার কোনো পদক্ষেপ নেয়নি। তিনি উল্লেখ করেন যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের ঝগড়া এবং ফোকাস নিয়ে সামনে আসছেন, কিন্তু এটি কোনও ফলপ্রসূ পদক্ষেপ নয়।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে মান্না বলেন, দেশের গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক প্রস্তাবনা, তবে সরকার ও সরকারপ্রধানকে জনগণের কাছে আহ্বান জানাতে হবে, কারণ সিদ্ধান্ত জনগণই নেবে।
মান্না আরও বলেন, আওয়ামী লীগ সাড়ে সাত মাসে কোনো অগ্রগতি করতে পারেনি এবং তাদের পক্ষ থেকে নতুন কোনো রাজনৈতিক বয়ান আসেনি, যা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। এর ফলে তারা জনগণের সামনে দাঁড়াতে পারবে না বলেই তিনি মনে করেন।
তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কি না, সেই প্রশ্ন তুলে বলেন, সমঝোতা করে যদি নির্বাচন হয়, তবে সংস্কারগুলোর প্রয়োজন কি? তিনি এ ব্যাপারে সন্তোষজনক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর কাদের সংবাদ সম্মেলনে বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনায় কিছু অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে সময় এবং সম্পদের অপব্যবহার হয়েছে। কমিশন যে ধরনের সংস্কার করতে চাচ্ছে, নাগরিক ঐক্য সে বিষয়ে একমত নয় এবং তারা মনে করছে, কমিশনের প্রশ্ন তৈরিতে অমনোযোগিতা রয়েছে।
নাগরিক ঐক্য দাবি করেছে, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের বিষয়ে পক্ষপাতিত্বের গুঞ্জন রয়েছে, যা দেশের জন্য মঙ্গলজনক নাও হতে পারে এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য ক্ষতিকর হতে পারে।