বলিউড ও হলিউডে সমানভাবে জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবার এক নতুন নজির স্থাপন করলেন। রাজামৌলি পরিচালিত 'এসএসএম ২৯' সিনেমায় ৩০ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়ে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
সম্প্রতি, 'আরআরআর' ছবির মাধ্যমে বিশাল সাফল্য লাভ করার পর রাজামৌলি প্রিয়াঙ্কাকে তার নতুন সিনেমায় অফার দিয়েছিলেন। তবে প্রিয়াঙ্কা পারিশ্রমিক হিসেবে অনেক বেশি দাবি করেন, যা মেনে নিয়েই রাজামৌলি তাকে ছবিতে সাইন করেন। এর মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া এখন দীপিকাকে ছাড়িয়ে গেছেন, যিনি আগে প্রতি সিনেমায় ১৫-২০ কোটি রুপি পারিশ্রমিক পেতেন।
এবার প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। নতুন সিনেমার এই চুক্তি প্রিয়াঙ্কার ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।