রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবার চালান। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমাণ মাদক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পরিকল্পনা করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অভিযান চালায়। অভিযানে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে হাতিরঝিল এলাকা থেকে একটি ব্র্যান্ড নিউ গাড়ি আটক করা হয়। গাড়ির পাদানির নিচে ঝালাই করা গোপন চেম্বারে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আবাসন ও বায়িং হাউস ব্যবসার আড়ালে মাদক চোরাচালান করছিল। তারা টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবা এনে ঢাকার অভিজাত এলাকাসহ বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি, আসামিরা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কি না, তা তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে অধিদফতর।
এ ধরনের সফল অভিযানের মাধ্যমে মাদকের ভয়াবহ চক্র ভাঙতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।