কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ প্রমোশনের হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবর্তন ও ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন।
রোববার (২৩ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ারদের সাংঘর্ষিক বিষয় নিয়ে ব্যাখ্যামূলক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা বর্জন ও প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
তারা বলেন, যারা মামলা করেছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এছাড়া ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগের জন্য রাতের আঁধারে সংশোধিত নিয়োগ বিধি অনতিবিলম্বে বাতিল করতে হবে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধন করতে হবে। মামলার প্রধান কারিগর ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে আজই ব্যবস্থা নিতে হবে।
একটি কুচক্রী মহল, যারা মেধায় পিছিয়ে থেকে বিএসসি ইঞ্জিনিয়ারি হতে না পেরে এই দ্বন্দ্ব সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাসফিক ইসলাম, মো. হাবিবুর রহমান, জুবায়ের পাটোয়ারী ও কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুর রহমান।