দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট কবিতা পোস্ট করার অভিযোগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় আগামী ২৮ এপ্রিল অভিযুক্তদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "একজন খ্যাতিমান কবি ও সাংবাদিককে নিয়ে মিথ্যা ও বানোয়াট লেখা প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
এ ঘটনায় কবি আব্দুল হাই শিকদারও সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।