ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেয়া প্রয়োজন: খন্দকার মোশাররফ লাহোর কালান্দার্স যেন ‘এক টুকরো বাংলাদেশ’ কমলালেবুর নামে চট্টগ্রাম বন্দরে এলো কোটি টাকার বিদেশি সিগারেট ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন আনচেলত্তি: রোনালদিনহো রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে : মোদি আমির হোসেন আমুর খালাতো ভাই রাহাত গ্রেপ্তার দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি শাহবাগের কর্মসূচি স্থগিত, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের হুতির ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ছুটল ১০ লাখ ইসরাইলি! ৭ জেলায় ঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী-সন্তান বিশাল বহর নি‌য়ে ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী উদ্বোধনী দিনেই ভেঙে পড়ল যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিমের ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করলেন ইশরাক অভিনেত্রী শাওন-ডিবি হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘দুঃখিত, আপনাকে দেয়ার মতো আমার কাছে কোনো বিমান নেই- ট্রাম্পকে খোঁচা রামাফোসার কর্মীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন ইশরাক ভোর থেকে সকালের মধ্যে নিভে গেলো ৩৮ ফিলিস্তিনির জীবন প্রদীপ

নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছাল

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৪:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৪:১৬:২৩ অপরাহ্ন
নাসির-তামিমার মামলায় সাক্ষ্য পেছাল
অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৬ জুন ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (নি.) শেখ মো. মিজানুর রহমানকে জেরা করার দিন ধার্য ছিল। তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন।

এ পর্যন্ত মামলাটিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে নাসিরের শ্বাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান আদালতে এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব ও তামিমার বিয়ে হয় এবং তাদের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন তামিমা। তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিবের নজরে আসে।

রাকিবের অভিযোগ, তামিমা বৈধভাবে তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এর ফলে তিনি ও তার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং তার সামাজিক মর্যাদাহানি হয়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান নাসির, তামিমা ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন জমা দেন।

কমেন্ট বক্স
পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার