বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনের ব্যাপারে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দ্য হিন্দু সূত্রে জানা গেছে, শনিবার (২২ মার্চ) ভারতীয় সংসদের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি উত্থাপন করেন এবং জানতে চান, ভারত এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করছে।
এ প্রশ্নের জবাবে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, হিন্দু সম্প্রদায় এর ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো রাজনৈতিক কারণে ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নয়।
বিমসটেক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কিনা, এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি জয়শঙ্কর। তবে তিনি এটি বিবেচনাধীন থাকার ইঙ্গিত দিয়েছেন।
এর আগে, বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়ে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি এর মধ্যে বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছিল। এ ধরনের অনুরোধ আগেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এর ফাঁকে করা হয়েছিল, তবে তখন দুই নেতার বৈঠক হয়নি।
আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে।