জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রকৃতি রক্ষার সচেতনতা তৈরির লক্ষ্যে আরথ আওয়ার উদযাপন করেছে বিশ্ব। এক ঘণ্টার জন্য বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ রাখা হয়েছে আলো, যা পরিবেশ সচেতনতার একটি শক্তিশালী বার্তা দেয়।
২০০৭ সাল থেকে প্রতিবছর আরথ আওয়ার পালন করা হচ্ছে, যা পৃথিবী ও পরিবেশ রক্ষায় বিশ্ববাসীকে সচেতন করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবারও, ২২ মার্চ শনিবার রাতে, গ্রিসের রাজধানী এথেন্সে ঐতিহাসিক অ্যাক্রোপলিস এর বাতি নিভিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গ্রিসের বিভিন্ন হোটেল, পার্লামেন্ট ভবন এবং উত্তরাঞ্চলের হোয়াইট টাওয়ার এর আলো বন্ধ থাকে।
এছাড়া, ভারত, হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, পর্তুগাল এবং অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ এই আয়োজনে অংশ নেয়। অস্ট্রেলিয়ার অপেরা হাউস এর বাতি বন্ধ করা হয়, আবার লন্ডন আই, সেন্ট পিটারস স্কয়ার এবং আর্ক দো থ্রিয়ম্প এর বাতিও নিভিয়ে আর্থ আওয়ারের অংশ হিসেবে প্যারিস, লন্ডন এবং ভ্যাটিকান সিটি একাত্মতা প্রকাশ করেছে।
জাপান এবং হংকংও এ উদ্যোগে অংশ নেয়, যেখানে টোকিও টাওয়ার এবং ভিক্টোরিয়া হারবার এর বাতি নিভিয়ে পরিবেশ সচেতনতার প্রতি সমর্থন জানানো হয়।
তাইওয়ানও এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করে, যেখানে ওয়ান-ও-ওয়ান ভবনের বাতি নিভিয়ে দেওয়া হয়। পর্তুগাল এর লিসবন শহরে বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনার বাতি বন্ধ করে আর্থ আওয়ার পালন করা হয়।
যুক্তরাষ্ট্রেও, নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর বাইরের সব বাতি বন্ধ করে এ কর্মসূচির সমর্থন জানানো হয়।
ভারতেও এই আয়োজন পালিত হয়, যেখানে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, কলকাতার হাওড়া ব্রিজ ও মুম্বাই এর মতো শহরগুলো এক ঘণ্টার জন্য অন্ধকার হয়ে পড়ে।
আর্থ আওয়ার ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছিল একটি আলোকসজ্জা অনুষ্ঠানের মাধ্যমে, এবং এরপর থেকে এটি প্রতিবছর বিশ্বের ১৯০টি দেশজুড়ে পালিত হচ্ছে। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পরিবেশ ও প্রকৃতির রক্ষায় কার্যকর পদক্ষেপের জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করে।