ঈদ উদ্যাপনে এবার ঢাকায় সুলতানি আমলের মতো ঐতিহ্যবাহী ঈদ মিছিলে আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৩ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এই উদ্যোগে অংশ নেবে এবং নগরবাসীর জন্য ঈদের আনন্দ আরো বেশি সুন্দর করে তুলতে এটি বাস্তবায়িত হবে।
ঈদ মিছিল শুরুর বিষয়েও তিনি বিস্তারিত জানান। মিছিলের শুরু হবে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র এর পাশে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত শেষে। এরপর মিছিলটি সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সবাই অংশগ্রহণ করবে।
একটি ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ বলেন, “আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঈদ কেটে যায়। ঈদের জামাত ছাড়া কলেক্টিভ কোনো কর্মসূচি নেই। তবে এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও আয়োজন করা হতো। আমরা এই ঐতিহ্যকে পুনরায় জীবিত করার উদ্যোগ নিয়েছি।”
                           
                           
    
 
 
 Mytv Online