সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বিদেশি কাপড় যেনো দেশের বাজারে প্রবাহিত না হয়, সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে—এমনটা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওতে বিসিক ভবনে অনুষ্ঠিত ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে উদ্যোক্তাদের ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো বলেন, "সরকারের লক্ষ্য হলো উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে নতুন উদ্যোক্তাদের জন্যও সুযোগ সৃষ্টি করতে হবে।"
দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—এমন মন্তব্যও করেছেন তিনি।
Mytv Online