ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান ঈদের আনন্দ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সালমান-রাশমিকার ‘সিকান্দার’ এর আয় কত? চট্টগ্রামে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১০ ঈদের পাঞ্জাবি নিয়ে বিপাকে বাবর, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা পুতিনকে ‘শিক্ষা দিতে’ ভারতকে নিশানা ট্রাম্পের? সুনামগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সড়কে মোটরসাইকেল ‘রেস’, প্রাণ গেল দুই যুবকের চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: ফখরুল ঈদের দ্বিতীয় দিনেও খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় জিডি করলেন অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করা সেই কর্মকর্তা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না: মাহফুজ আলম সৌদি আরবে ঈদের তারিখ নিয়ে তুমুল বিতর্ক, জ্যোতির্বিদের সমালোচনা সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস না : মির্জা ফখরুল বত্রিশের আগুন যমুনায় লাগতে পারে : রাশেদ খাঁন একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে: আমীর খসরু মেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা ভারতে বিমান বিধ্বস্ত উন্নত চিকিৎসায় বিকল্প ভাবা হচ্ছে চীনের হাসপাতাল

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১১:১৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১১:১৪:০৫ পূর্বাহ্ন
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি
ঈদের ছুটিতে পাহাড় ও হ্রদে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। যান্ত্রিক শহরের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে প্রতি বছরই এখানে ছুটে আসেন হাজারো ভ্রমণপিপাসু। এবারের ঈদের ছুটিতেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন হোটেল-মোটেল-রিসোর্ট মালিকরা।

পর্যটকদের স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণাসহ রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্র মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, ঈদে পর্যটকদের স্বাগত জানাতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে সংস্কার কাজ চলছে। পর্যটন আইকনখ্যাত ঝুলন্ত সেতুতে রঙের কাজ চলছে, পাশাপাশি পুরাতন কাঠের পাটাতন পরিবর্তন করা হচ্ছে।

রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ কাপ্তাই হ্রদ ভ্রমণ। নৌবিহারের জন্য প্রস্তুতি নিয়েছেন টুরিস্ট বোট সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।

টুরিস্ট বোটচালক মো. সাইফুল উদ্দীন বলেন, "রমজান মাসে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে প্রচুর ভ্রমণপ্রেমী আসবেন বলে আশা করছি। আমরা ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি।"

রাঙামাটি পর্যটন নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম জানান, "নৌযান সংস্কার ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আশা করছি ঈদের ছুটিতে প্রচুর পর্যটক সমাগম হবে।"

ঈদের ছুটিতে পর্যটকদের থাকার জন্য হোটেল-মোটেলগুলোতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ হোটেলের রুম বুকিং হয়ে গেছে।

রিজার্ভ বাজারের গ্রীন ক্যাসেল হোটেলের ব্যবস্থাপক মো. জুয়েল রানা বলেন, "রমজানে পর্যটক কম থাকলেও, ঈদের ছুটিতে ব্যাপক ভিড় হবে বলে আশা করছি। আমাদের হোটেলের প্রায় ৬০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে।"

হোটেল মতি মহলের ব্যবস্থাপক চন্দন মজুমদার জানান, "আমাদের হোটেলের ৪০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই শতভাগ বুকিং হয়ে যাবে বলে আশা করছি।"

রাঙামাটির অন্যতম আকর্ষণ তাঁতে বোনা পোশাক। ঈদের ছুটিতে পর্যটকদের জন্য বাহারি ডিজাইনের পোশাকের সমাহার তৈরি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বনানী টেক্সটাইলের স্বত্বাধিকারী রাহুল চাকমা বলেন, "ঈদের ছুটিতে প্রচুর পর্যটক আসবে বলে আমরা নতুন ডিজাইনের ফতুয়া, পাঞ্জাবি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য এনেছি। আশা করছি ভালো ব্যবসা হবে।"

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, "ঈদের ছুটিতে পর্যটকদের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের আশা, এবার প্রায় ২০ হাজার পর্যটক রাঙামাটি ভ্রমণে আসবেন।"

ঈদের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠবে পাহাড়ি জেলা রাঙামাটি। কাপ্তাই হ্রদের ঢেউ আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মেঘের রাজ্য উপভোগ করতে প্রস্তুত পর্যটকরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবারও রাঙামাটি ঈদের ছুটিতে পর্যটকদের জন্য অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠবে।

কমেন্ট বক্স
লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান