পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন থেমে থেমে জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস এবং বনবিভাগ দ্বিতীয় দিনেও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পানির উৎস দূরে হওয়ায় তাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।
নতুন এলাকায় আগুন ছড়িয়ে না পড়ার জন্য ফায়ার লাইন কেটে দিয়েছে বনবিভাগ ও গ্রামবাসী। জোয়ারের পানি ব্যবহারের জন্য ফায়ার সার্ভিসের ইউনিট নদী থেকে পানি তুলে তা ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবু বক্কর জামান জানান, পানির উৎস দূরে থাকার কারণে তাদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, তবে বনবিভাগের নিজস্ব পাম্প দিয়েও আগুন নেভানোর কাজ চলছে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করতে বনবিভাগ চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বন অধিদফতরের খুলনা বিভাগের বনসংরক্ষক ইমরান আহমেদ জানান, আগুন থেমে থেমে জ্বলছে এবং পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কিনা, তা এখন বলা যাচ্ছে না।