আজ সোমবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। গত ১৪ মার্চ যারা ট্রেনের টিকিট কেটেছিলেন, মূলত তারা আজ ঢাকা ছাড়ছেন।
সকাল থেকে রেলপথে যাত্রীরা বেশ নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন। এখন পর্যন্ত ৪৩টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৪টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন অনেক যাত্রী, তবে সময়ের মধ্যে ট্রেন ছাড়ায় কোনো ভোগান্তি নেই। ভিড় কম থাকায় যাত্রা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সময়ে ট্রেনগুলো ছাড়ছে। ফলে, যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না।
এবার ট্রেনে ঈদযাত্রা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। টার্মিনাল কর্তৃপক্ষ বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত শেষ কর্মদিবসের পরই এবারের ঈদযাত্রা শুরু হবে।