বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরণের ষড়যন্ত্র ও গুজব ছড়ানোর অভিযোগ করেছেন। তিনি আজ দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রিজভী বলেন, “এ নিয়ে পরিকল্পিত গুজব এবং ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা।” তিনি আরও অভিযোগ করেন, কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, “দেশের এই পরিস্থিতিতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন, “এগুলো কেন দেখছে না বর্তমান সরকার?”
এদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারা ২৫ মার্চ আলোচনা সভার আয়োজন করবে এবং ২৬ মার্চ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করবে। এরপর সাড়ে ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।
Mytv Online