বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব শপথ নিয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শপথ গ্রহণ শেষে নিজ নিজ শপথপত্রে স্বাক্ষর করেন দুই বিচারপতি। সংবিধান ও আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনার শপথ নেন তারা।
পরে প্রধান বিচারপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেন নবনিযুক্ত দুই বিচারপতি। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এর ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।