কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব ইস্যুতে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। সোমবার (২৪ মার্চ) কেন্দ্রীয় সরকারকে এ নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে, ২০১৯ সাল থেকে রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে বিতর্ক চলছে।
বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী অভিযোগ তুলেছিলেন, ব্রিটেনের প্রশাসনের কাছে জমা দেওয়া কিছু নথিতে রাহুল নিজেকে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে দাবি করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়।
এখন, আদালতের নির্দেশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে।