ঢাকার কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
কাজী মুন্সী মো. মশিয়ার রহমানের নেতৃত্বে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ মঙ্গলবার (২৫ মার্চ) এই রায় ঘোষণা করেন।
তিন আসামির মধ্যে মো. সজিব (২৫) পলাতক থাকলেও মো. রাকিব (২৩) ও শাওন (২৬) কারাগারে রয়েছেন। এদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, আর লাশ গুম করার দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সূত্র অনুযায়ী, ২০২২ সালের ১১ জুন কেরানীগঞ্জের পশ্চিম বামনসুরের জামে মসজিদের সামনে একটি পুকুর থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তদন্তে গ্রেপ্তার হন শাওন, যিনি জানালেন, সজিব, রাকিব, এবং আলী আকবরসহ তারা কিশোরীকে ধর্ষণ করার পর শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেয়।
পুলিশ জিজ্ঞাসাবাদে রাকিব এবং সজিবও ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক অলোক কুমার দে আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এছাড়া, আদালত অপর দুই আসামি আলী আকবর ও মো. রিয়াজ কে প্রমাণের অভাবে খালাস দিয়েছেন।
পলাতক আসামি সজিবের সাজা আত্মসমর্পণ বা গ্রেপ্তারের পর কার্যকর হবে বলে জানিয়েছেন বিচারক।
Mytv Online