ভারতে স্ট্যান্ড আপ কমেডির জনপ্রিয় মুখ কুণাল কামরা, সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন।
গত রবিবার এক কমেডি শোতে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুক করার পর থেকে তিনি আলোচনায় আছেন। ওই শো-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনীতিবিদকে নিয়ে কৌতুক করায় কুণাল কামরা মহারাষ্ট্র সরকারের রোষের মুখে পড়েছেন। ইতোমধ্যে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। একনাথ শিন্ডের সমর্থকদের অভিযোগ, কুণাল ইচ্ছাকৃতভাবে শিন্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন এবং তার বিরুদ্ধে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করেছেন।
কৌতুক শোতে এক পর্যায়ে কুণাল কামরা একটি গান বাজিয়ে একনাথ শিন্ডেকে উদ্দেশ্য করে বলেন, “গাদ্দার যার মানে বেইমান।” এরপর শিন্ডের ভক্তরা ওই কমেডি স্টুডিওতে ভাঙচুর চালান। তাদের দাবি, কুণালকে অবশ্যই মাফ চাইতে হবে। তবে, বিতর্কিত মন্তব্যের জন্য কুণাল কামরা সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি মাফ চাইবেন না।