ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে, টহল বৃদ্ধি করা হবে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে। এছাড়া, ঈদের আগে গার্মেন্টসসহ শিল্পকারখানায় বেতন ও বোনাস পরিশোধ করার নির্দেশও দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আগামীকাল (বুধবার) স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইবে, তাদের গ্রেপ্তার করা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঈদের সময় রাস্তায় যানজট এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে। এছাড়া, নারী ও শিশুর প্রতি নির্যাতনসহ অন্যান্য অপরাধের দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যও সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।