ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা এনসিপির অভিযোগ— স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব রংপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা ভূমিকম্প: ত্রাণের গাড়ি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি জান্তা সরকারের ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো জামাই নির্বাচন ও সংস্কার নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে : মির্জা ফখরুল সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি সমস্যা উত্থিত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

শাকিবের পাশে দাঁড়ালেন বুবলী-আফরান নিশো

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০৫:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০৫:০৬:৫৭ অপরাহ্ন
শাকিবের পাশে দাঁড়ালেন বুবলী-আফরান নিশো
ঈদে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল সোমবার সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তবে বোর্ডের সদস্যরা কিছু দৃশ্যে অতিরিক্ত সহিংসতা থাকার অভিযোগ তুলে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দেওয়া হয়েছে কিছু পর্যবেক্ষণ।

এ নিয়ে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী থেকে শুরু করে আফরান নিশো, সিয়াম আহমেদসহ অনেকে। ঈদে তাদের প্রত্যেকেরই একটি করে সিনেমা মুক্তি পেলেও, শাকিব খানের পাশে দাঁড়াতে দেখা গেছে সবাইকে।

শবনম বুবলী ফেসবুকে লিখেছেন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন তখনই পূরণ হয়, যখন সিনেমাটি মুক্তি পায় এবং দর্শক দেখতে পান। আমরা চাই ‘জংলি’সহ ঈদের সব সিনেমা মুক্তি পাক। আশা করছি ‘বরবাদ’ সিনেমার সব জটিলতার সুন্দর সমাধান হবে।”

অভিনেতা আফরান নিশো ফেসবুক স্টোরিতে লিখেছেন, “মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাধা যতই আসুক, সংকল্প তত দৃঢ় হোক। সকল বাঁধা পেরিয়ে ‘বরবাদ’ আসুক সামনে। শুভ কামনায়, আমি ‘দাগী’। ‘বরবাদ’কে বন্দি না করে মুক্তি দিন।”

গত ২৩ মার্চ (রোববার) অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি, প্রতিটি সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকিয়ে থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন সত্য হয়, তাহলে খুব হতাশ লাগে। ‘বরবাদ’ সিনেমাটিকে আটকে দেওয়া মানে অনেক স্বপ্নকে দাফন করে দেওয়া। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগী’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত যারা নেবেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ—সব সিনেমার মুক্তি নিশ্চিত করুন, নাহলে কোনো সিনেমাই মুক্তির দরকার নেই।”

তমা মির্জা লিখেছেন, “কী যে বলেন বুঝি না! সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন যে পরিমাণ সহিংসতা দেখি, তার থেকে বেশি একটা সিনেমায় কী আর দেখাবে? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।”

ঈদুল ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিল ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা। ইতোমধ্যে মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার ও গান প্রকাশ পেয়েছে। তবে হঠাৎ করেই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, ঈদে ‘বরবাদ’ আসতে নাও পারে। পরিবর্তে শাকিব খানের পুরনো সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পেতে পারে। কারণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেন্সর বোর্ডে জমা দিতেও দেরি হচ্ছে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন—মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, মিশা সওদাগরসহ অনেকে।

কমেন্ট বক্স
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ