সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার কয়া প্রদেশে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। দেশটির সরকার ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে।
এ হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপক সমালোচনা শুরু হয়। সংস্থাটি শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।
অপরদিকে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের এ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সৌদি আরব, কাতারসহ আরও কয়েকটি দেশ সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে।