হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, যতদিন মাওলানা সাদ তার গোমরাহী বক্তব্য থেকে তাওবা না করবেন, ততদিন তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তিনি মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি মহাসম্মেলনে এ মন্তব্য করেন।
বক্তব্যে বাবুনগরী বলেন, দাওয়াত ও তাবলিগের কার্যক্রম উম্মতে মুহাম্মদীর ওপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব। তিনি উল্লেখ করেন যে, ওলামায়ে কেরামের মাধ্যমে কুরআন ও সুন্নাহর সঠিক বাণী বিশ্বব্যাপী পৌঁছেছে এবং দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক পথের দিশা দেওয়া।
তিনি বলেন, দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ বিভিন্ন সময় ইসলামের পক্ষে আপত্তিকর মন্তব্য করেছেন, যা কুরআন-সুন্নাহর বিরুদ্ধে। তার এই বক্তব্যের কারণে তিনি আলেমদের মধ্যে বিতর্কিত হয়েছেন এবং আলেমরা তার সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
বাবুনগরী আরও বলেন, যারা মাওলানা সাদের বিরোধিতা করছেন তাদেরকে দেওবন্দি বা হেফাজতি বলার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, সরকারের উচিত মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া, এবং টঙ্গীর বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
তিনি আলেমদের প্রতি আহ্বান জানান যে, ব্যক্তিগত কারণে যেন দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত না হয়, এবং তিনি আশা প্রকাশ করেন যে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।