মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজােবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বুধবার সকালে প্রায় ৮টার দিকে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তা।
এর আগে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে রাজধানীজুড়ে সামরিক অভিযান চালালে, রাজােবাগ পুলিশ লাইনসে প্রথম প্রতিরোধের মুখে পড়েন তারা, যেখানে বীর পুলিশ সদস্যরা অকাতরে জীবন দেন।