স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ২৬ মার্চ অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে আমাদের অনন্ত বিদ্রোহের বাতিঘর। তিনি মঙ্গলবার (২৫ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় স্বাধীনতা সংগ্রামের চেতনাকে সামনে রেখে এই মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, "১৯৭১ সালের এই দিনে রক্তের মূল্য দিয়ে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম। ১৭৫৭ সাল থেকে শুরু হওয়া আমাদের মুক্তির সংগ্রাম এক চূড়ান্ত রূপ ধারণ করেছিল এই দিনে। আমাদের সংগ্রাম এখনো চলমান, যেখানে মুক্তি, সাম্য এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের যাত্রা অব্যাহত। গত জুলাইয়ে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান থেকে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং এখন দেশকে স্বাধীনতার সঠিক পথে পরিচালিত করার সংগ্রাম করছি।"
২৬ মার্চের গুরুত্ব বর্ণনা করে রেজাউল করীম বলেন, "এই দিনটি আমাদের অনুপ্রেরণার উৎস, যা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের বিদ্রোহের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ছিল, ২৬ মার্চের দিবসটি সেই সংগ্রামের অঙ্গীকার। এখন আমরা আবারও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে, ২০২৪ সালেও দেশ থেকে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছি।"
তিনি আরও বলেন, "স্বাধীনতা সংগ্রামকে এককভাবে দলের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছিল এবং একজনের বন্দনাই প্রচারিত হচ্ছিল। তবে এখন আমরা সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি, এবং এবারের স্বাধীনতা দিবস এক নতুন, স্বকীয় মহিমায় উদ্ভাসিত হয়েছে।"