ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে তুরস্কজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ বুধবার টানা অষ্টম দিনের মতো হাজারো মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবীসহ ১,৪০০-এর বেশি মানুষকে আটক করেছে এরদোয়ান প্রশাসন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত বুধবারের পর থেকে "বেআইনি" বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ১,৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাজধানী আঙ্কারায় এক ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, "দেশকে যারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে, তাদের কোথাও জায়গা হবে না।"
তিনি আরও বলেন, "তুরস্ক বর্তমানে একটি নাজুক সময় পার করছে। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং কাণ্ডজ্ঞান দিয়ে এই সংকট মোকাবিলা করতে হবে।"
গত বুধবার ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে বিক্ষোভকারীদের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ইমামোগলুকে প্রেসিডেন্ট এরদোয়ানের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করা হয়।
গ্রেপ্তারের পর থেকে তুরস্কজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা এখনও চলছে। পুলিশের বলপ্রয়োগ ও ধরপাকড়ের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
মেয়র একরেম ইমামোগলু তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, "এরদোয়ান প্রশাসন আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়, তাই মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।"
এদিকে, তুরস্কজুড়ে চলমান এই রাজনৈতিক অস্থিরতার পরিণতি কী হবে, তা নিয়ে দেশটির জনগণসহ আন্তর্জাতিক মহলও নজর রাখছে।
Mytv Online