ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা ঋণের অর্থ ছাড়ের আগে শনিবার ঢাকা আসছে আইএমএফের প্রতিনিধি দল বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা এনসিপির অভিযোগ— স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব রংপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা ভূমিকম্প: ত্রাণের গাড়ি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি জান্তা সরকারের

মিথ্যা সাক্ষ্য দিয়ে গ্রেপ্তার ম্যারাডোনার সাবেক দেহরক্ষী

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১৫:৩৬ অপরাহ্ন
মিথ্যা সাক্ষ্য দিয়ে গ্রেপ্তার ম্যারাডোনার সাবেক দেহরক্ষী
২০২০ সালের ২৫ নভেম্বর ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু হলেও চিকিৎসাজনিক অবহেলার অভিযোগ করছেন পরিবারের সদস্যেরা। সাত স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছে এমন অভিযোগ। ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে চলছে বিচার কার্যক্রম। এই বিচার কাজ চলার সময় গ্রেপ্তার হয়েছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী।

আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েনস এইরেসের উপকণ্ঠে সান ইসিদরোয় চলছে এই বিচার কাজ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সহ বেশ কিছু গণমাধ্যমে জানা গেছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে গতকাল গ্রেপ্তার হয়েছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। প্রসিকিউটরদের দাবি শপথবাক্য পাঠ করে মিথ্যা বলেছেন কোরেয়া। হাতকড়া পরেই আদালত ছেড়েছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর সময় সেই ঘরে ছিলেন কোরেয়া। আদালতে পেশ করা প্রমাণের ভিত্তিতে প্রসিকিউটরা দাবি করেছেন, তিনি (কোরিয়া) তাঁর দায়িত্ব পালনে অবহেলা করেছেন। মুখের মাধ্যমে ম্যারাডোনাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিয়েছেন কোরিয়া।



কোরিয়া সাক্ষ্য দেওয়ার সময় প্রসিকিউটরা গতকাল বারবার বাধা দিয়েছেন। আদালতে ম্যারাডোনার সাবেক দেহরক্ষীর দাবি, করেছেন, ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই তখন (ম্যারাডোনার মৃত্যুর সময়) হয়নি। কিন্তু তদন্তের পর ম্যারাডোনার মৃত্যুর আগে ও পরে লুক ও কোরিয়ার মধ্যে যে বার্তা আদানপ্রদান হয়েছিল, সেগুলো ফাঁস হয়ে যায়। যতক্ষণ না চিকিৎসক আসেন, কোরিয়া ততক্ষণ সিপিআর দিয়ে যাচ্ছিলেন। সান ইসিদরোর কাছাকাছি টাইগ্রে এলাকায় ম্যারাডোনার বাড়িতে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেছিলেন।


ভাই বোন ও ম্যারাডোনার বোনদের সঙ্গে ম্যারাডোনার মেয়ে জানা এই মামলার অন্যতম বাদী। সাড়ে চার বছর আগের ঘটনা স্মরণ করে তিনি আদালতকে বলেছেন, ‘আমি ও আমার বোন জিয়ানিন্না বাবাকে দেখতে গিয়েছিলাম। তবে তাঁর বাবার অবস্থা খুব ভালো ছিল না। ম্যারাডোনার মনোবিজ্ঞানী আমাদের সেই বাড়িতে (ম্যারাডোনার বাড়ি) যেতে নিষেধ করেছিলেন যতক্ষণ না তিনি (ম্যারাডোনা) পরিবারের সঙ্গে দেখা করতে চান। অন্যান্য সাক্ষীদের বর্ণনা শুনে যা বুঝলাম, বাড়িতে কোনো চিকিৎসাসামগ্রী ছিল না।’


ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আটজনের মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন এক নিউরোসার্জন, এক মনোরোগবিদ, এক মনোবিজ্ঞানী, এক মেডিকেল কো-অর্ডিনেটর, এক নার্স কো-অর্ডিনেটর, এক চিকিৎসক এবং রাতের বেলার এক নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে যে নার্স দেখাশোনা করতেন, তাঁর বিচার আলাদাভাবে হবে। যন্ত্রণাকাতর সময়ে ম্যারাডোনাকে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল বলে কৌঁসুলিদের অভিযোগ। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে অভিযুক্তদের। জুলাই পর্যন্ত এই মামলা চলতে পারে।

হৃদরোগের কারণে ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তাঁর মস্তিষ্কে রক্ত-জমাট বেঁধেছিল বলে জানা গেছে। মৃত্যুর দুই সপ্তাহ পর যখন তাঁর ওপর ছুরি-কাঁচি চালানো হয়, তখন ফুসফুসে তরল জমা হয়েছিল। কোকেন ও অ্যালকোহলে আসক্ত ম্যারাডোনা মৃত্যুর আগে কয়েক দশক ধুঁকছিলেন। প্রসিকিউটররা ম্যারাডোনার শেষের দিনগুলোকে বলেছেন ‘হরর থিয়েটার’।

 

কমেন্ট বক্স
জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার

জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার