ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, নিহত অন্তত ২৫ অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক অপারেশন সিঁদুর সিনেমা নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া, টুইঙ্কেলের ব্যঙ্গ! ‘আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি দেবে ঢাকা, তবে এখনও চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি’ পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, নিহত ৫ আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট না বসাতে হাইকোর্টের আদেশ বহাল অতীত ভুলে নতুন উদ্যমে র‍্যাবকে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবি, অসহযোগ কর্মসূচির ডাক জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ ঘোষণা, ফিরলেন স্টোকস শিক্ষার্থীদের নতুন শপথবাক্য, যোগ হলো দুর্নীতি না করার প্রত্যয় মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা বাতিল পাহাড়ে উঠতে গিয়ে ৪ কোটি টাকা মূল্যের শতাব্দী প্রাচীন সোনার গুপ্তধন উদ্ধার আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না: নাসিরউদ্দিন পাটোয়ারী সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে ইইউ গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ‘করিডর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনো কথা হয়নি, হবেও না’ কোরবানির চামড়ার মূল্য বাড়ছে, সিন্ডিকেট ঠেকাতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১৯:৩১ অপরাহ্ন
চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী
নির্বাহী পরিচালকের (ইডি) চেয়ার দখলের দুই দিন পরই চাকরি হারালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। মঙ্গলবার (২৫ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এক অফিস আদেশে তাঁকে বাধ্যতামূলক অবসর দেন।


অফিস আদেশে বলা হয়েছে, ‘জাহাঙ্গীর আলম খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ ও সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০১৩-এর উপধারা ২(গ)তে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’



জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম খান বিএমডিএর সেচ শাখার প্রধান ছিলেন। ২৩ মার্চ কোনো অফিস আদেশ ছাড়াই বিএমডিএর ইডির পদ ‘দখল’ করেন তিনি। ওই পদে ছিলেন সরকারের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। তাঁকে রীতিমতো জোর করেই অফিস থেকে বের করে দেওয়া হয়।


সরকার বিভিন্ন সময় প্রশাসনিক এ পদর বিএমডিএর বাইরের কর্মকর্তাদের পদায়ন করে থাকে। গত বছরের জুলাইয়ে তাঁকে বিএমডিএর ইডি হিসেবে পদায়ন করা হয়েছিল। পরে গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।

তবে রেশম উন্নয়ন বোর্ডে না গিয়ে শফিকুল ইসলাম এক মাস ধরে বিএমডিএতেই ছিলেন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেন। গত রোববার দুপুরেও তিনি তাঁর কার্যালয়ে ছিলেন। তখন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সেচ শাখার প্রধান জাহাঙ্গীর আলম খানসহ কিছু কর্মকর্তা-কর্মচারী তাঁর দপ্তরে যান। তাঁরা রোববারের মধ্যেই দপ্তর ছেড়ে রেশম বোর্ডে যাওয়ার জন্য শফিকুল ইসলামকে চাপ দেন।

এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তখন দু-একজন শফিকুলকে চেয়ার থেকে তোলার জন্যও এগিয়ে যান। এ অবস্থায় শফিকুল ইসলাম দায়িত্ব ছাড়তে রাজি হন।

পরে একটি চিঠি প্রস্তুত করা হয়। এই চিঠিতে শফিকুল ইসলাম দায়িত্ব ছাড়লেন এবং জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণ করলেন বলে স্বাক্ষর করেন। এভাবে আরও দুজন জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে টপকে কোনো অফিস আদেশ ছাড়াই ইডির চেয়ারে বসে যান জাহাঙ্গীর আলম খান।

রোববার দুপুরে ইডির দপ্তরে গিয়ে জাহাঙ্গীর আলম খানকে ওই চেয়ারে বসে থাকতে দেখা যায়। তখন তিনি বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি। তবে অফিস আদেশ জারি হয়নি। এটা হয়ে যাবে।’

বিএমডিএ সূত্র জানিয়েছে, গত রোববার বিএমডিএর শীর্ষ কর্মকর্তার মৌন সম্মতিতেই শফিকুল ইসলামকে জোর করে বের করা হয়েছিল। জাহাঙ্গীরকে ইডি করার ব্যাপারে শীর্ষ কর্মকর্তার সায় ছিল।

বাধ্যতামূলক অবসরের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম খান মঙ্গলবার রাতে বলেন, ‘আমিও এ রকম একটা চিঠি দেখতেছি।’ এটা বাধ্যতামূলক অবসরের চিঠি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘দেখে তাই তো মনে হচ্ছে।’ অফিসের কারও কাছে জেনে বিষয়টি নিশ্চিত হয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম খান বলেন, ‘দেখি, জানার চেষ্টা করছি।’

বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম হীরক বলেন, ‘ইডি হিসেবে ছিলেন একজন অতিরিক্ত সচিব। এটা সরকারি পোস্ট, শফিকুল ইসলামকে জোর করে বের করে সেই পোস্টকে অসম্মান করা কোনো অবস্থায় সমীচীন হয়নি। এ ধরনের ঘটনার পর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে বিএমডিএতে আরও খারাপ ধরনের দৃষ্টান্ত হতো। বাধ্যতামূলক অবসরের যে সিদ্ধান্ত হয়েছে, সেটা যথাযোগ্য হয়েছে। বিএমডিএর জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি

ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি