ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোমের উদ্দেশ্যে রওনা দিলেন আরাকচি; নতুন মার্কিন নিষেধাজ্ঞা কূটনীতির প্রতি ওয়াশিংটনের গুরুত্বহীনতার লক্ষণ-বাকায়ি বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রুহুল কবির রিজভী দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে আটকা ২৮৯ শ্রমিক একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে লাখো চাকরিপ্রার্থী তাকে ‘রাজা’ উপাধি দেয়া উচিত ছিল: পাক সেনাপ্রধানকে ইমরান খানের ‘কটাক্ষ’ রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাত দলের হামলা, আহত ৯ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩ তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান ফারুকের নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দিলেও দায়িত্বে বাধার সম্মুখীন হচ্ছে সরকার: রিজওয়ানা জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ হাসানের মৃত্যু সব বিভাগেই বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা গরুর মাংস-মাছের দামে অস্বস্তি, মুরগিতে ঝুঁকছেন ক্রেতারা লন্ডনে সালমানপুত্র সায়ানের সম্পত্তি জব্দ করছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন : নাহিদ ইসলাম স্যান ডিয়েগোতে বিমান বিধ্বস্তে ৬ জন নিহত, আহত ৮ সাকিবের উইকেট পাওয়ার দিনে টিকে রইলো লাহোর ১৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ ঢাকায় স্বস্তি ফেরানোর উদ্যোগ ইশরাকের ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ বাতাসে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:১৯:৩১ অপরাহ্ন
চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী
নির্বাহী পরিচালকের (ইডি) চেয়ার দখলের দুই দিন পরই চাকরি হারালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। মঙ্গলবার (২৫ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এক অফিস আদেশে তাঁকে বাধ্যতামূলক অবসর দেন।


অফিস আদেশে বলা হয়েছে, ‘জাহাঙ্গীর আলম খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ ও সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০১৩-এর উপধারা ২(গ)তে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’



জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম খান বিএমডিএর সেচ শাখার প্রধান ছিলেন। ২৩ মার্চ কোনো অফিস আদেশ ছাড়াই বিএমডিএর ইডির পদ ‘দখল’ করেন তিনি। ওই পদে ছিলেন সরকারের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। তাঁকে রীতিমতো জোর করেই অফিস থেকে বের করে দেওয়া হয়।


সরকার বিভিন্ন সময় প্রশাসনিক এ পদর বিএমডিএর বাইরের কর্মকর্তাদের পদায়ন করে থাকে। গত বছরের জুলাইয়ে তাঁকে বিএমডিএর ইডি হিসেবে পদায়ন করা হয়েছিল। পরে গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।

তবে রেশম উন্নয়ন বোর্ডে না গিয়ে শফিকুল ইসলাম এক মাস ধরে বিএমডিএতেই ছিলেন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেন। গত রোববার দুপুরেও তিনি তাঁর কার্যালয়ে ছিলেন। তখন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সেচ শাখার প্রধান জাহাঙ্গীর আলম খানসহ কিছু কর্মকর্তা-কর্মচারী তাঁর দপ্তরে যান। তাঁরা রোববারের মধ্যেই দপ্তর ছেড়ে রেশম বোর্ডে যাওয়ার জন্য শফিকুল ইসলামকে চাপ দেন।

এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তখন দু-একজন শফিকুলকে চেয়ার থেকে তোলার জন্যও এগিয়ে যান। এ অবস্থায় শফিকুল ইসলাম দায়িত্ব ছাড়তে রাজি হন।

পরে একটি চিঠি প্রস্তুত করা হয়। এই চিঠিতে শফিকুল ইসলাম দায়িত্ব ছাড়লেন এবং জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণ করলেন বলে স্বাক্ষর করেন। এভাবে আরও দুজন জ্যেষ্ঠ অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে টপকে কোনো অফিস আদেশ ছাড়াই ইডির চেয়ারে বসে যান জাহাঙ্গীর আলম খান।

রোববার দুপুরে ইডির দপ্তরে গিয়ে জাহাঙ্গীর আলম খানকে ওই চেয়ারে বসে থাকতে দেখা যায়। তখন তিনি বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি। তবে অফিস আদেশ জারি হয়নি। এটা হয়ে যাবে।’

বিএমডিএ সূত্র জানিয়েছে, গত রোববার বিএমডিএর শীর্ষ কর্মকর্তার মৌন সম্মতিতেই শফিকুল ইসলামকে জোর করে বের করা হয়েছিল। জাহাঙ্গীরকে ইডি করার ব্যাপারে শীর্ষ কর্মকর্তার সায় ছিল।

বাধ্যতামূলক অবসরের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম খান মঙ্গলবার রাতে বলেন, ‘আমিও এ রকম একটা চিঠি দেখতেছি।’ এটা বাধ্যতামূলক অবসরের চিঠি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘দেখে তাই তো মনে হচ্ছে।’ অফিসের কারও কাছে জেনে বিষয়টি নিশ্চিত হয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম খান বলেন, ‘দেখি, জানার চেষ্টা করছি।’

বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলাম হীরক বলেন, ‘ইডি হিসেবে ছিলেন একজন অতিরিক্ত সচিব। এটা সরকারি পোস্ট, শফিকুল ইসলামকে জোর করে বের করে সেই পোস্টকে অসম্মান করা কোনো অবস্থায় সমীচীন হয়নি। এ ধরনের ঘটনার পর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে বিএমডিএতে আরও খারাপ ধরনের দৃষ্টান্ত হতো। বাধ্যতামূলক অবসরের যে সিদ্ধান্ত হয়েছে, সেটা যথাযোগ্য হয়েছে। বিএমডিএর জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোমের উদ্দেশ্যে রওনা দিলেন আরাকচি; নতুন মার্কিন নিষেধাজ্ঞা কূটনীতির প্রতি ওয়াশিংটনের গুরুত্বহীনতার লক্ষণ-বাকায়ি

রোমের উদ্দেশ্যে রওনা দিলেন আরাকচি; নতুন মার্কিন নিষেধাজ্ঞা কূটনীতির প্রতি ওয়াশিংটনের গুরুত্বহীনতার লক্ষণ-বাকায়ি