লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ দাবি করেছেন, তার নেতৃত্বেই চট্টগ্রামে বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিয়েছিলেন তিনিই।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমেদ।
নিজের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা উল্লেখ করে অলি আহমেদ বলেন, "আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন।"
তিনি আরও বলেন,"মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি, কারণ আমি এই যুদ্ধের প্রত্যক্ষ অংশীদার। আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই।"
আলোচনা সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে অলি আহমেদ বলেন, "সেদিন শেখ মুজিবের ভাষণে আমরা হতাশ হয়েছিলাম। কারণ তিনি আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদই বুঝতে পারেননি, দেশের মানুষ স্বাধীনতা চায়।"
তিনি আরও দাবি করেন,"শেখ মুজিব কোথায় ছিলেন, তাজউদ্দীন কোথায় ছিলেন— আমরা জানতাম না। কিন্তু আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে। আমরাই দেশ স্বাধীন করেছি।"
Mytv Online