মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে সনদ নেওয়া অন্তত ১২ ব্যক্তি তা স্বেচ্ছায় ফিরিয়ে দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
সম্প্রতি মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, আবেদনকারীদের মধ্যে রয়েছেন একজন সাবেক সরকারি কর্মকর্তা, যিনি চাকরির সুবিধা নিতে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছিলেন। কেউ কেউ তাদের আবেদনে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে মন্ত্রণালয় আবেদনকারী ব্যক্তিদের নাম-পরিচয় গোপন রেখেছে।
কর্মকর্তারা জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়ে যারা সনদ ফেরত দিচ্ছেন, তাদের সামাজিক মর্যাদার কথা বিবেচনা করেই পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নেওয়া ব্যক্তিদের তা ফেরত দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “মুক্তিযোদ্ধা তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং গুরুতর অপরাধ।”