আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত যান চলাচল লক্ষ্য করা গেছে। তবে যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।
যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতে চলছে চলাচল।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে পার হওয়া যানবাহনের মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ১৫ হাজার ৩৫৪টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, ঢাকামুখী যানবাহন ছিল ১৩ হাজার ৮৭৯টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
তিনি আরও বলেন, ঈদযাত্রার চাপ সামাল দিতে যমুনা সেতুর উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুপাশেই দুটি করে পৃথক বুথ রয়েছে।
মহাসড়কের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা উপলক্ষে বুধবার সকাল থেকেই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি।